স্টফ রিপোর্টার সাদ্দাম হোসেন:-জেলা উত্তর ছাত্রদল এক বিবৃতিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলছে, “ষড়যন্ত্রের হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ।” বিবৃতিতে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতা, অপরাধনীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
ছাত্রদলের নেতারা বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে নানা ষড়যন্ত্র চলমান। এসবের বিরুদ্ধে সচেতনতা ও ঐক্য ছাড়া মুক্তির কোনো পথ নেই।”
তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে ও সহিংসতাবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
ছাত্রদল দেশ ও জনগণের পাশে থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।